ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অ্যাম্বুলেন্সকে ‘জেলার বাইরে যেতে বারণ’, বিপদে রোগীরা

অ্যাম্বুলেন্সকে ‘জেলার বাইরে যেতে বারণ’, বিপদে রোগীরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেই রোগী বহনে হাসপাতালের অ্যাম্বুলেন্স জেলার বাইরে নিয়ে যাওয়া যাবে না, এমন নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের। এতে চরম দুর্ভোগে পড়ছেন হাসপাতালে নিয়ে আসা মুমূর্ষু রোগীর স্বজনেরা।

রবিবার বিকেলে এমনই এক ঘটনা ঘটে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় এক রোগীকে। এ সময় চিকিৎসক রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলে। রোগীর স্বজনেরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে চাইলে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে হাকিমপুর পৌর মেয়রের হস্তক্ষেপে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিলে সেই রোগীকে তার স্বজনেরা রংপুর নিয়ে যায়।

হাকিমপুর পালপাড়া গ্রামের আব্দুস সাত্তার বলেন, ‘আমার বড় ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে গুরুতর অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) তার চিকিৎসা সম্ভব নয় বলে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে রংপুর নিয়ে যেতে চাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি অ্যাম্বুলেন্স রংপুরে যাওয়ার অনুমতি নেই। শুধু দিনাজপুর জেলার মধ্যে চলাচল করতে পারবে, এর বাইরে যেতে পারবে না। বাধ্য হয়ে বিষয়টি পৌর মেয়রকে জানাই। পরে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোগীকে রংপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন।’

এ ব্যাপারে জানতে চাইলে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাধারণত জেলার ভেতরেই রোগীদের স্থানান্তর করতে বলেছে। জেলার বাইরে অন্য কোনও হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যেতে বারণ করেছেন সিভিল সার্জন স্যার। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্সের তেল বাবদ ৪ থেকে ৫ লাখ টাকার মত বকেয়া রয়েছে পাম্পে। যার কারণে দুয়েকদিন পরেই পাম্প থেকে তেল দেওয়া বন্ধ করে দেবে। সেক্ষেত্রে রংপুরে কোনও রোগীকে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সের তেল খরচ হবে বেশি। এ কারণে জেলার বাইরে অ্যাম্বুলেন্স যেতে দিতে নিষেধ করা হয়েছে। তারপরও ওই অসুস্থ রোগীকে রংপুর নিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।’

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হাসপাতাল থেকে এক রোগীর স্বজন এসে জানায় সরকারি অ্যাম্বুলেন্স রংপুর যাচ্ছে না। যার কারণে তার মুমূর্ষু রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে পারছেন না। পরে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই রোগীকে রংপুর নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কিন্তু জেলার বাইরে অন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স যাবে না, এমন নিয়ম যদি করা হয়ে থাকে সেটি দুঃখজনক।’ জনগণের স্বার্থে এই ধরনের নিয়ম অচিরেই প্রত্যাহার করা উচিত বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে দিনাজপুর সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন, ‘জেলার বাইরে অন্যত্র অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে যেতে বারণ করা হয়েছে, এমন কথা সঠিক নয়। দিনাজপুরের পাশাপাশি রংপুর মেডিক্যাল কলেজ বা বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে কোনও বারণ নেই। তবে সরকারি নিয়ম অনুযায়ী কাছাকাছি মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা বলা হয়েছে। দেখা যাচ্ছে, একজন রোগীকে ঢাকা নিয়ে যেতে চাচ্ছেন। যেহেতু অনেক দূর সে কারণে হাসপাতাল থেকে বারণ করা হয়ে থাকে।’

অ্যাম্বুলেন্স,বিপদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত